লিকুইড বলতে বুজায় পানি, সরবত,তেল , বেটারির এসিড বা যেকোনো তরল পদার্থ।
এই মেশিন চালাতে সুদুমাত্র ২২০ ভোল্ট বিদ্যুৎ লাগবে ও ২ জন লেভার লাগবে। এক জন খালি বোতল মেশিনে দিবে ও আরেকজন লিখুইড বড়া বোতল নামিয়ে রাখবে
আমাদের এই মেশিন এর মডেল L8Had
এই মেশিন এক সাথে ৮টা করে বোতল ফিলিং করতে পারবে। প্রতি ঘন্টায় ৫০০ লিটার লিকুইড বরে দিতে পারবে।
তার মানে ১ লিটার এর ৫০০ বোতল,
৫০০ গ্রামের ১০০০ বোতল ইত্যাদি।
এই মেশিন SS দিয়ে তৈরি করা হয় তাই অনেক দিন টিকে। SS এ মরিচা পরবে না ও সহজে ময়লা হবেনা।
এই মেশিন এর অডার দিতে হবে। অডার ছাড়া রেডি রাখিনা। অডার দিলে ১৬ দিন সময় লাগবে।


Posted by 

comment 0 Comments
more_vert